‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের’ সেই নামফলক সরানো হলো 

নড়াইলে ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের’ ফটকে স্থাপিত অন্য নামফলকটি সরিয়ে ফেলা হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2017, 05:39 PM
Updated : 29 April 2017, 05:39 PM

শুক্রবার রাতে ‘নড়াইল জেলা স্টেডিয়াম, নড়াইল’ লেখা ফলকটি সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়েছে।

নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, “নামফলক লাগানোর বিষয়টি আমি জানতে পেরে তা সরিয়ে ফেলতে বলি। তা ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। দ্রুতই সঠিক নামফলক বসানো হবে।”

তিনি বলেন, কে বা কারা কীভাবে ওই ফলকটি লাগিয়েছিল তা করে তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোট দিতে বলা হয়েছে।

নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, “জেলা প্রশাসকের হস্তক্ষেপে  বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের ফটকে লাগানো ভুল ফলকটি সরিয়ে নেওয়ায় আমরা সন্তুষ্ট। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

নড়াইল ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের’ দক্ষিণ পাশে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে নবনির্মিত ফটকে ‘নড়াইল জেলা স্টেডিয়াম, নড়াইল’ লেখা ফলক লাগানো হয়েছিল।