দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেপ্তার

ভোলা শহরে একটি মাদ্রাসার খণ্ডকালীন এক শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 06:19 PM
Updated : 27 April 2017, 06:24 PM

বুধবার রাতে হোসাইনিয়া প্রি ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মো. শাহাবুদ্দিনকে এ অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মৃত ফজলে হোসেনের ছেলে ও ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র শাহাবুদ্দিন ভোলা হোসাইনিয়া প্রি ক্যাডেট মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক হিসেবে চাকরি করেন।

ওই ছাত্রীর স্বজনরা জানান, বুধবার সকালে মাদ্রাসায় শিক্ষক শাহাবুদ্দিন তাকে যৌন নির্যাতন করেন। মেয়েটি ভয়ে প্রথমে কিছু বলেনি। পরে তার মা তাকে গোসল করানোর সময় শরীরে নখের আচড়ের চিহ্ন দেখতে পান। 

ছাত্রীর মা জানান, এসময় জিজ্ঞেস করলে তার কাছে নির্যাতনের কথা বলে দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষকে জানান।

ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির বলেন, বিষয়টি জানাজানি হলে সন্ধ্যার পর হোসাইনিয়া প্রি ক্যাডেট মাদ্রাসায় স্থানীয় লোকজন ওই শিক্ষককে পিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মোজাহিদুল ইসলাম ওই মাদ্রাসায় যান এবং সেখান থেকে রাত ১০টার দিকে শিক্ষক শাহাবুদ্দিকে গ্রেপ্তার করে ভোলা থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ আব্বাস উদ্দিন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

এ ব্যাপারে শাহাবুদ্দিন বলেন, তিনি ওই ছাত্রীকে যৌন নির্যাতন করেননি। ক্লাশে পড়া না পারায় তাকে মারধর করায় তার শরীরে আঘাতের চিহ্ন হয়েছে।