ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর সভাপতি গ্রেপ্তার

ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি আমেল খান চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 08:07 AM
Updated : 27 April 2017, 08:07 AM

নাটোর সদর থানার ওসি মশিউর রহমান জানান, নাটোর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবের দায়ের করা এক মামলায় বুধবার রাতে শহরের চৌধুরীপাড়ার বাড়ি থেকে আমেলকে (৫৬) গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, যুবলীগ নেতা রুহুল আমিন গত বুধবার রাষ্ট্রদ্রোহের ওই অভিযোগ দায়ের করেন।

সেখানে বলা হয়, মঙ্গলবার বিকালে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এক অনুষ্ঠানে সরকারের বিরুদ্ধে ‘উসকানিমূলক বক্তব্য’ দিয়েছেন আমেল।

নিয়ম অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা চালাতে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, “মামলা রেকর্ডের পর আসামি গ্রেপ্তার করা হয়েছে; স্বারাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।” 

এদিকে জেলা আইনজীবী সমিতির সদস্য আমেলকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার।

বৃহস্পতিবার সকালে তিনি থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমেল খান চৌধুরী একজন প্রতিবাদী মানুষ হিসাবে পরিচিত। তিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন।”

‘স্বার্থ বিঘ্নিত হওয়ায়’ একটি মহল তার বিরুদ্ধে ওই মামলা করেছে বলে মন্তব্য করেন আইনজীবী সমিতির এই নেতা।  

আমেল খানের বড় ভাই আলিম খান চৌধুরী বলছেন, শহরে তাঁত ও বস্ত্র মেলায় ‘জুয়ার আসর বসায়’ আয়োজকদের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন তার ভাই। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রশাসন জুয়া বন্ধ করে দেয়।

এতে ক্ষুব্ধ হয়েই মেলার আয়োজক বিপ্লব ‘মিথ্যা মামলা’ করেছেন বলে অভিযোগ আলিমের।  

তিনি দাবি করেন, গত মঙ্গলবার তার ভাই ‘জুয়া খেলার বিরুদ্ধে’ একটি মানববন্ধনের আয়োজন করেন, সেখানে সরকারের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য তিনি দেননি।

ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার আইন ও বিচার বিষয়ক সম্পাদক আব্দুল খালেক বলেন, আমেলকে ‘অহেতুক হয়রানি’ করা হচ্ছে।