কালিয়াকৈরে পুড়েছে ঝুটের চার গুদাম

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে ঝুটের চারটি গুদাম ও মালামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2017, 02:55 PM
Updated : 21 April 2017, 02:55 PM

শুক্রবার বিকাল উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এতে কেউ আহত হয়নি।

ফায়ার সার্ভিসের সাভার স্টেশন কর্মকর্তা মো. হামিদ মিয়া জানান, বিকাল ৫টার দিকে পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় প্রথমে আলমগীর হোসেনের ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা পাশের মনির, আলতাফ ও হারিজের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে।

“প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর স্টেশনের দুইটি ইউনিট এবং সাভার ইপিজেডের দুইটি ইউনিট গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুনে ওই চার গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।