যশোরের সেই রাস্তাটি পাকা হচ্ছে

যশোরের ঝিকরগাছা উপজেলার সেই ইটের রাস্তাটি পাকা করার কাজ শুরু হয়েছে; যার অভাবে বিলের ওপারে বিচ্ছিন্ন হয়ে ছিল পোদাউলিয়া নামের একটি গ্রাম।

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2017, 07:43 AM
Updated : 21 April 2017, 08:54 AM

দীর্ঘদিনেও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে না পেরে বছর দেড়েক আগে গ্রামবাসী নিজেরাই কাঁচা রাস্তায় ইট বিছায়।

সে খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হলে সরকার রাস্তাটি পাকা কারার উদ্যোগ নেয় বলে জানিয়েছে গ্রামবাসী।

ঝিকরগাছা উপজেলা পরিষদ প্রকৌশলী আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর রাস্তাটি পাকা করার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ইটের সলিংয়ের ওপর সিমেন্টের ব্লক বসানো হচ্ছে। বর্ষার আগেই কার্পেটিংয়ের কাজ শেষ হবে।

রাস্তা পেয়ে গ্রামবাসী আজ মহাখুশি।

গ্রামের বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জাহান আলী সরদার বলেন, গ্রামের পাঁচ হাজার লোক একটি রাস্তার অভাবে সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। এখানে একটি মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়, চারটি মসজিদ ও দুটি মাদ্রাসা আছে।

“খবর প্রকাশের পর সরকারের নজরে আসায় আজ আমরা রাস্তাও পাচ্ছি। গ্রামবাসী খুব খুশি।”

গ্রামের মাতবর ৬৭ বছর বয়সী নূর ইসলাম মোড়ল পাকা রাস্তার কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত।

“অন্তত ৬০ বছর ধরে এই রাস্তাটা কাঁচা দেখে আসছি। বর্ষায় গ্রামের ছেলেমেয়েরা কাদা চটকিয়ে পাঁচ-ছয় কিলোমিটার দূরে গিয়ে লেখাপড়া করেছে। মেয়েরা শিক্ষিত হলেও গ্রামের রাস্তা ভালো না হওয়ায় ভালো জায়গায় বিয়েশাদি দিতে পারতাম না।”

পোদাউলিয়া ঝিকরগাছার একটি অন্যতম প্রধান শস্যভাণ্ডার বলে মনে করেন ওই গ্রামের আব্দুল গনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পরিপূর্ণ একটি সমৃদ্ধ গ্রাম পোদাউলিয়া। কিন্তু রাস্তার অভাবে আমরা আমাদের ফসল বাজারজাত করতে পারতাম না।”

রাস্তা হওয়ায় গ্রামবাসীর ভাগ্যের চাকা ঘুরে যাবে বলে তিনি মনে করেন।