সুনামগঞ্জে ছোট হাওরে মাছ ধরা নিষিদ্ধ

বন্যায় হাওরে ধান পচে সৃষ্ট বিষাক্ত গ্যাসে মাছে মড়ক লাগায় সুনামগঞ্জের সব ছোট হাওরে আগামী এক সপ্তাহের জন্য মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 03:37 PM
Updated : 20 April 2017, 04:01 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় মৎস্য বিভাগ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান।

তিনি বলেন, জেলার বিভিন্ন হাওরে তলিয়ে যাওয়া ধান পচে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়েছে। এ গ্যাসের কারণে অক্সিজেন কমে যাওয়ায় মাছ মরে ভেসে উঠছে।

“এসব মাছ সাধারণ মানুষ ধরছে। এসব বিষয় বিবেচনা করে মৎস্য বিভাগ আগামী এক সপ্তাহের জন্য জেলার ছোট হাওরগুলোতে মাছ ধরা নিষিদ্ধ করেছে।”

সুনামগঞ্জের হাওর ছাড়াও মৌলভীবাজারের হাকালুকি হাওরে মাছ মরে ভেসে উঠেছে। সেখানেও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের হাওর এলাকায় অকাল বন্যায় বোরো ধান তলিয়ে গেছে। দীর্ঘদিন পানির নিচে থাকায় গাছ পচে গেছে।