হাওরে ডুবন্ত ফসল পচে বিষাক্ত গ্যাস, মরছে মাছ

মৌলভীবাজারের বিভিন্ন হাওরে ডুবে যাওয়া ফসল পচে বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় মাছ মরে যাচ্ছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 06:54 AM
Updated : 20 April 2017, 07:31 AM

মোট কী পরিমাণ মাছ ইতোমধ্যে মরেছে তা না জানাতে পারলেও মৎস্য বিভাগ প্রতিকার হিসেবে চুন ও ডোলামাইট ছিটাচ্ছে।

জেলার মৎস্য কর্মকর্তা আ ক ম শফিক উজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার তিনটি হাওরে প্রায় ১০ হাজার হেক্টর ফসল পচে গেছে।

“এ কারণে ধান পচে পানিতে অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড গ্যাস সৃষ্টি হয়ে মরে গেছে বিভিন্ন জাতের ছোট-বড় অনেক প্রজাতির অসংখ্য মাছ।”

চুন ছিটানো হচ্ছে

গ্যাস প্রতিরোধের জন্য মঙ্গল ও বুধবার প্রায় ছয় টন চুন ও ডোলামাইট ছিটানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আর যে ক্ষতি ইতোমধ্যেই হয়ে গেছে, পর্যাপ্ত পোনা ছেড়ে তা পুষিয়ে নেওয়া যাবে।

এছাড়া আগামী তিন-চারদিনের জন্য এখানে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন জুড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সাকুর।

হাকালুকি মৌলভীবাজারের মৎস্যভাণ্ডার বলে পরিচিত। এখানে প্রতিবছর প্রায় ১৩ হাজার মেট্রিকটন মাছ উৎপাদিত হয় বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

এদিকে আবহাওয়া দপ্তরের তথ্য দিয়ে জেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান বলছেন, আগামী তিন-চার দিন ভারী বৃষ্টি হতে পারে। এতে ফসলের আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।