আগামী দেড় বছরে তিস্তার পানি আনবে সরকার: মুক্তিযুদ্ধ মন্ত্রী

আগামী দেড় বছরে আওয়ামী লীগ তিস্তার পানি আনবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 04:29 PM
Updated : 18 April 2017, 04:29 PM

মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোজাম্মেল বলেন, “আওয়ামী লীগের দেড় বছর মেয়াদের মধ্যেই ভারত থেকে তিস্তার পানি আনা হবে। গেল সফরে ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে তিস্তা চুক্তি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।”

২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা নিয়ে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়।

চলতি বছরের ৭ এপ্রিল প্রধানমন্ত্রীর ভারত সফরেও মমতার আপত্তিতে আটকে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে এখনও কোনো অগ্রগতি হয়নি।

কয়েকদিন আগে গাজীপুরে আরেক অনুষ্ঠানে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া প্রমুখ।