হাওরে ক্ষেতে প্লাবন: সুনামগঞ্জের পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2017, 03:03 PM
Updated : 15 April 2017, 06:04 PM

শনিবার তাকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট বিভাগ) মো. আবদুল হাই।

তিন সপ্তাহের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে বাঁধ ভেঙে সুনামগঞ্জের হাওরের অধিকাংশ বোরো ক্ষেত তালিয়ে যায়। স্থানীয় কৃষকরা পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফিলাতিকে এর জন্য দায়ী করেন।

তাছাড়া সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদারদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করে সুনামগঞ্জ বাঁচাও হাওর বাঁচাও নামের একটি সংগঠন।

আফসার উদ্দিন বলেন, “শুনছি প্রত্যাহার করে হেড অফিসে সংযুক্ত করা হয়েছে।কোনো কাগজপত্র আমি হাতে পাইনি।”

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহেদুল হক বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত জেলায় এক লাখ পাঁচ হাজার হেক্টর বোরো ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সোমবার সুনামগঞ্জ ও নেত্রকোণার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে আসছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

তিনি বলেন, সোমবার ও মঙ্গলবার রাষ্ট্রপতি সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরির্দশন করবেন।