মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2017, 02:49 AM
Updated : 14 April 2017, 03:26 AM

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে গাংনী-বারাদী সড়কের হাড়িয়াদহ মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানালেও পুলিশ তাদের নাম-ঠিকানা বলতে পারেনি।

ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে গাংনী-বারাদী সড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় হাড়িয়াদহ মাঠের কাছে এসএবি ইটভাটায় চাঁদাবাজির খবর আসে। পুলিশ সেখানে পেীঁছালে চাঁদবাজ-সন্ত্রাসীরা গুলি করে।

“পুলিশ পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে সন্ত্রাসীরা পিছু হটে গেলে সেখান থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।”

ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান, দুটি কার্তুজ, দুটি বোমা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।