নকল সরবরাহ করায় পটুয়াখালীর ২ শিক্ষককে কারাদণ্ড

নকল সরবরাহ করায় পটুয়াখালীতে দুই শিক্ষককে দুই বছরের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 08:49 AM
Updated : 12 April 2017, 08:49 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. জাকির হোসেন জানান, পটুয়াখালী শহরের হাজী আক্কেল আলী কলেজ কেন্দ্রে বুধবার পরীক্ষা চলার সময় তাদের আটকের পর সাজা দেওয়া হয়।

দণ্ডিতরা হলেন - ওই কলেজের শিক্ষক মো. খলিলুর রহমান ও সদর উপজেলার ছোট বিঘাই মোক্তার আলী কলেজের কম্পিউটার বিষয়ের শিক্ষক শফিকুল ইসলাম।

ওসি জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, এইচএসসি হিসাববিজ্ঞান পরীক্ষা চলার সময় পরিদর্শনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার দাস কেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালান।

“ওই বাড়ির মালিক শিক্ষক শফিকুল ইসলাম। বাড়ি থেকে তাকে প্রশ্নপত্র ও প্রস্তুতকৃত নকলসহ আটক করা হয়। পরে পরীক্ষাকেন্দ্রের হল সুপার খলিলুর রহমান জড়িত থাকার সত্যতা পেয়ে তাকেও আটক করা হয়।”

তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দুই বছর করে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি শফিকুলকে ১০ হাজার টাকা জরিমানাও করেন বলে জানান ওসি জাকির।

তাদের কারাগারে পাঠানো হয়েছে।