শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে 

রংপুরের কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সাত শিক্ষার্থীকে মারধরের পর চুল কেটে দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2017, 03:04 PM
Updated : 10 April 2017, 03:04 PM

সোমবার দুপুরে মাসিক পরীক্ষা চলাকালে শরীরচর্চা শিক্ষক নুর মোহাম্মদ শাহজাদা তাদের চুল কেটে দিয়ে কক্ষ থেকে বের করে দেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কলেজের প্রধান গেইটে বিক্ষোভও করে। 

সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাহিন হাসান মানিক বলে, “ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক শরীরচর্চা শিক্ষক নুর মোহাম্মদ শাহজাদা স্যার আমার কাছে আসেন। মাথার চুল কেন বড় রেখেছি এ কথা বলে আমাকে স্টিলের স্কেল দিয়ে মারধর করেন।

“পরে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দিয়ে আমাকে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেন।”

ক্ষমা চাইলেও তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হয়নি বলে জানান মাহিন।

একই অভিযোগ করে অষ্টম শ্রেণির শরিফুল ইসলাম, সপ্তম আনোয়ারুল ইসলাম, মিনহাজুল ইসলাম, রাকিব হাসান রাশেদ, সাজিদ হাসান ও মনিরুল ইসলাম।

এ ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা বলেন, “ঘটনার সময় কলেজের বাইরে ছিলাম। পরে শুনেছি।”

সহকারী শিক্ষক মোস্তাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

এ বিষয়ে শিক্ষক নুর মোহাম্মদ শাহজাদার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।