মেয়রের চেয়ারে বুলবুল

দ্বিতীয়বার বরখাস্ত হওয়ার তিন দিন পর ফের মেয়রের দায়িত্ব বুঝে নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 07:36 AM
Updated : 5 April 2017, 07:36 AM

বুলবুলের ব্যক্তিগত সহকারী আব্দুল সালাম বিপ্লব জানান, বুধবার বেলা ১১টার দিকে তিনি দায়িত্ব বুঝে নেন।

বিএনপি নেতা বুলবুল ২০১৩ সালের নির্বাচনে রাজশাহীর মেয়র নির্বাচিত হন। নাশকতার চার মামলায় অভিযোগপত্রে নাম এলে ২০১৫ সালের ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

কিন্তু আদালত তার বরখাস্ত আদেশ অবৈধ ঘোষণা করে। রোববার সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে দায়িত্ব বুঝে নেন বুলবুল। তিনি অফিসে থাকতেই নতুন করে বরখাস্তের আদেশ নগরভবনে আসে।

জনপ্রতিনিধিদের এভাবে উপর্যুপরি বরখাস্তের আদেশে সরকারেও অস্বস্তির খবর প্রকাশিত হয় গণমাধ্যমে।

এরই মধ্যে মঙ্গলবার সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বুলবুল। রিট আবেদনের শুনানি শেষে বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্ট।

তার সহকারী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল ১০টার দিকে নগর ভবনে আসেন বুলবুল। বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের সচিব খন্দকার মাহবুবুর রহমান তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন।

এরপর মেয়র কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।