নওগাঁর রাণীনগরে জেএমবির এক ‘সদস্যকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 30 Mar 2017, 05:02 PM
রাণীনগর থানার এসআই শফিকুর রহমান জানান, বুধবার গভীর রাতে উপজেলা সদরের রানীনগর বাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন মোল্লা (৫২) উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।
তিনি জেএমবির তালিকাভুক্ত সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এসআই শফিকুর বলেন, গোপন খবরে বুধবার রাত ২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অস্ত্র ও বিম্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।