পঞ্চগড়ে ‘সন্দেহজনক ঘোরাফেরা’ করায় ৬ নারী আটক

পঞ্চগড় শহরে সন্দেহজনক ঘোরাফেরা করার অভিযোগে ছয় নারীকে আটক করেছে পুলিশ, যারা মানত পূরণ করতে এসেছে বলে দাবি করেছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 08:41 AM
Updated : 27 March 2017, 08:55 AM

সদর থানার ওসি রবিউল হাসান সরকার জানান, শহরের তেলিপাড়া মহল্লা থেকে রোববার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আটককৃতরা তেলিপাড়া মহল্লার একটি বাড়িতে রাত যাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় কাউন্সিলরের কাছে খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসা হয়।

তাদের মধ্যে একজনের সঙ্গে দেড় বছরের একটি মেয়ে রয়েছে। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

আটককৃতদের বরাতে ওসি বলেন, “তারা পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় বারো আউলিয়ার মাজার জিয়ারত ও মানত পূরণ করতে এসেছে বলে দাবি করেছে। তাদের কথাবার্তা অসংলগ্ন। আর আচরণ কিছুটা সন্দেহজনক মনে হয়েছে।”

পুলিশ হেফাজতে থাকা এক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিয়ের পাঁচ-ছয় বছর হলেও আমার সন্তান হচ্ছিল না। লোকমুখে বার আউলিয়া মাজারের কথা শুনে মানত করলে দেড় বছর আগে আমার মেয়ে হয়।”

এ জন্যই তিনি তার বোন ও প্রতিবেশীদের নিয়ে মাজার জিয়ারত ও মানত পূরণ করতে এসেছেন বলে দাবি করেন।

তাদের সম্পর্কে আরও খোঁজখবর নেওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি হাসান।