স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি পাঠালো বিজিবি

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি পাঠিয়েছে বিজিবি।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 01:29 PM
Updated : 26 March 2017, 01:29 PM

রোববার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি পাঠানো হয় বলে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ জানান।

তিনি বলেন, “বিএসএফ কর্তৃপক্ষ তাদের দেশের বিভিন্ন উৎসবে আমাদের মিষ্টি পাঠিয়ে থাকে। তাই সৌজন্যে খাতিরে আমরাও তাদের জন্য মিষ্টি পাঠিয়েছি।”

এধরনের সৌজন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন এ বিজিবি কর্মকর্তা।

পঞ্চগড় সীমান্তের বিপরীতে অবস্থিত ভারতের ৫৩ বিএসএফ ফাঁড়িসহ চারটি ব্যাটালিয়নে মিষ্টি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা জানিয়েছেন, মিষ্টি পেয়ে বিএসএফ সদস্যরা খুশি হয়েছে এবং এটাকে বাংলাদেশের উপহার মনে করে গ্রহণ করেছে তারা।