কান্তজীউ মন্দিরে বোমা হামলা: দুই ‘জেএমবি’ রিমান্ডে
দিনাজপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2017 07:44 PM BdST Updated: 24 Mar 2017 07:56 PM BdST
দিনাজপুরের কান্তজীউ মন্দির প্রাঙ্গণে বোমা হামলা মামলার গ্রেপ্তার দুই ‘জেএমবি সদস্যকে’ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
Related Stories
এরা হলেন-চিরিরবন্দরের মাছুয়াপাড়া গ্রামের মানিক (২৭) ও একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জাকির (৩০) ।
শুক্রবার দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোপাল চন্দ্র রায় এ আদেশ দেন।
২০১৫ সালের ৫ ডিসেম্বর গভীর রাতে কান্তজীউ মন্দির প্রাঙ্গণে রাস মেলায় একটি যাত্রা প্যান্ডেলে বোমা হামলা ৯ জন আহত হয়। ওই হামলা ঘটনায় করা মামলায় পুলিশ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে দিনাজপুরের রানীরবন্দর এলাকা থেকে ১০টি হাতবোমা, চাপাতি ও বেশকিছু জিহাদি বইসহ কান্তজীউ মন্দিরে বোমা হামলার মামলার অভিযোগপত্রভুক্ত দুই আসামি ‘জেএমবি সদস্যকে’ গ্রেপ্তার করা হয়।
“ওই দুই জেএমবি সদস্যসহ আরও কয়েকজন দিনাজপুরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।
-
‘বছরের খোরাকির দুঃশ্চিন্তায় ঘুম আসে না’
-
প্রচারে নেমে পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের অভিযোগ সাক্কুর
-
রংপুরে ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে হত্যা
-
চুয়াডাঙ্গা-টাঙ্গাইলে ক্লিনিক ও ডায়াগনস্টিক অভিযান, জরিমানা
-
‘প্রেমিকের’ বাড়ির সেপটিক ট্যাংকে মিলল লাশ
-
ইভিএম দেখতে যাচ্ছেন সাক্কু-কায়সারের প্রতিনিধি
-
জয়পুরহাটে ঘরের ভেতর গৃহবধূকে গলাকেটে হত্যা
-
সিরাজগঞ্জে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)