কান্তজীউ মন্দিরে বোমা হামলা: দুই ‘জেএমবি’ রিমান্ডে

দিনাজপুরের কান্তজীউ মন্দির প্রাঙ্গণে বোমা হামলা মামলার গ্রেপ্তার দুই ‘জেএমবি সদস্যকে’ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 01:44 PM
Updated : 24 March 2017, 01:56 PM

এরা হলেন-চিরিরবন্দরের মাছুয়াপাড়া গ্রামের মানিক (২৭) ও একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জাকির (৩০) ।

শুক্রবার দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোপাল চন্দ্র রায় এ আদেশ দেন।

২০১৫ সালের ৫ ডিসেম্বর গভীর রাতে কান্তজীউ মন্দির প্রাঙ্গণে রাস মেলায় একটি যাত্রা প্যান্ডেলে বোমা হামলা ৯ জন আহত হয়। ওই হামলা ঘটনায় করা মামলায় পুলিশ আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।        

দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে দিনাজপুরের রানীরবন্দর এলাকা থেকে ১০টি হাতবোমা, চাপাতি ও বেশকিছু জিহাদি বইসহ কান্তজীউ মন্দিরে বোমা হামলার মামলার অভিযোগপত্রভুক্ত দুই আসামি ‘জেএমবি সদস্যকে’ গ্রেপ্তার করা হয়।

“ওই দুই জেএমবি সদস্যসহ আরও কয়েকজন দিনাজপুরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।