বৃহস্পতিবার রাতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুলাল আহত হন; সোমবার রাতে হাসপাতালে তিনি মারা যান।
শুক্রবার দুপুরে খানজাহান আলী সড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোস্তফা মাহবুবকে (৩৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা সদর জোনের সহকারী কমিশনার এ এস এম মোহাইমেনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুম্মার নামাজ শেষে বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীরা মাহবুবকে গুলি করে।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গুলিটি তার উরুতে বিদ্ধ হয়েছে।”
তবে কে বা কারা কী কারণে এ হামলা চালিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে পানেনি এ পুলিশ কর্মকর্তা।