বরিশালে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তা দণ্ডিত

দুর্নীতির দায়ে বরিশালে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 12:17 PM
Updated : 22 March 2017, 12:17 PM

বুধবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন ব্যাংকটির রায়পাশা-কড়াপুর শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হাসান, কর্মকর্তা রতন প্রভা হালদার ও ইব্রাহিম খলিল।

রায় ঘোষণার সময় রতন প্রভা হালদার উপস্থিত ছিলেন। অন্যরা মামলার পর থেকে পলাতক।

রায়ে প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা ও তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশীদ জানান।

মামলার বরাত দিয়ে হারুন বলেন, ২০১১ সালের ২০ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সদরের রায়পাশা-কড়াপুর শাখা থেকে নয় গ্রাহকের অনুকূলে ৮৫ হাজার টাকা ঋণ উত্তোলন করে লোপাট করেন ওই তিনজন।

এ ঘটনায় ২০১৩ সালের ২৪ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওয়াজেদ আলী কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।