স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে খুলনার একটি আদালত। একইসঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 11:29 AM
Updated : 22 March 2017, 11:29 AM

বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার আসামির উপস্থিতিতে ১০ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত লুৎফর শেখ (৩৫) খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে।

মামলার বরাত দিয়ে ওই আদালতের বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন জানান, পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৭ জানুয়ারি গোনালী গ্রামে নিজ বাড়িতে লুৎফর শেখ তার স্ত্রী সাবিনা বেগমকে (২৮) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।

ওই সময় সাবিনা অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান লিটন।

পিপি লিটন আরও জানান, ওই ঘটনায় সাবিনার মা সখিনা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার এসআই লস্কর জাহিদুল একই বছরের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন। ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।