প্রধান শিক্ষককে লাথি মারার অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এক প্রধান শিক্ষককে লাথি মারার অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 06:33 PM
Updated : 21 March 2017, 06:38 PM

মঙ্গলবার উপজেলার জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলার অলিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মো. সিরাজুল ইসলাম (৫০)।

তিনি বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির পুনর্গঠনের প্রস্তুতি চলছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে বিদ্যোৎসাহী সদস্য পদ দুটি রয়েছে। এরমধ্যে একজন পুরুষ ও একজন নারী সদস্য।

“এ বিষয় নিয়ে রোববার অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যোৎসাহী একজন পুরুষ সদস্য নির্বাচনের জন্য তিনজনের নাম প্রস্তাব হয়। ওই তিনজন হলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফজলুল হক, মধ্যপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ও আব্দুল মালেক।”

তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিদ্যোৎসাহী সদস্য পদ দুটি নির্ধারণ করবেন বলেরে ওই সভায় সিদ্ধান্ত হয়।মঙ্গলবার মন্ত্রী উপজেলার নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

“সেখানে ওই তিনজনকে মন্ত্রীর কাছে নিয়ে গেলে তিনি ফজলুল হককে নির্ধারণ করেন।”

পরে আরেক প্রার্থী সাইদুল ইসলাম চা খাওয়ার কথা বলে জামালপুর চৌরাস্তা এলাকায় ওয়াসিমের দোকানে নিয়ে পদ বছাই করা নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে লাথি মেরে ফেলে দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বরে অভিযোগ করেন প্রধান শিক্ষক।

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইদুল তাকে হুমকি দিয়ে চলে যান বলে জানান সিরাজুল।

এ ব্যাপারে মধ্যপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম আরো জানান, ওই আওয়ামী লীগ নেতার নাম বিদ্যুৎসায়ী কমিটি থেকে বাদ পড়ায় এ ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম কবির বলেন, “বিষয়টি শুনেছি। এ ব্যাপারে আরও জেনে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাস জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।