সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

অনুপ্রবেশের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তের ওপারে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 02:06 PM
Updated : 21 March 2017, 02:06 PM

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোর্শেদ জানান, বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর আর্ন্তজাতিক পিলারের ওপার থেকে ভারতের চ্যাংড়াবান্ধা ৬১ বিএসএফের টহল দলের সদস্যরা তাকে আটক করে।

আটক নুরুজ্জামান (২২) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঘেন্টি ইসলামপুর গ্রামের হিটলারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, নুরুজ্জামান অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টা করলে বিএসএফের টহল দল তাকে ধাওয়া করে। এ সময় পালানোর চেষ্টা করলে মাস্টারপাড়া এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।