দিনাজপুরে কথিত পীরসহ দুইজনকে হত্যায় গ্রেপ্তার মুরিদ রিমান্ডে

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কথিত পীর ও তার গৃহকর্মী হত্যায় গ্রেপ্তার মুরিদ শফিকুল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 01:25 PM
Updated : 21 March 2017, 01:25 PM

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম লুৎফর রহমানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে বলে আদালত পুলিশ পরিদর্শক সহিদ সরওয়ারদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

গত ১৩ মার্চ রাতে দিনাজপুরের বোচাগঞ্জের দৌলাগ্রামের কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার গৃহকর্মী রুপালিকে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

শফিকুল বোচাগঞ্জ উপজেলার দৌলা শাহপাড়া গ্রামের আজিম উদ্দিন শাহর ছেলে। সোমবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট থেকে র্যা ব তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে এ হত্যায় গ্রেপ্তার আরেক ‘পীর’ ও ফরহাদ হোসেনের গুরু ইসহাক আলী এবং খাদেম সায়েদুর রহমান হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।