কিশোরগঞ্জে মিজারুল কায়েসের জানাজা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েসের জানাজা।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 10:24 AM
Updated : 21 March 2017, 10:24 AM

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার হোসেন্দি হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ অংশ নেন।

এরআগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সাবেক এ পররাষ্ট্র সবিচরে মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়।

সেখানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য সোহরাব উদ্দিন, জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া পৌরসভার মেয়র আখতারুজ্জামান খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্নপূর্ণা বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জেলাবাসীর পক্ষে তার মরদেহ গ্রহণ করেন।

পরে সংসদ সদস্য এবং জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জানাজা শুরুর আগে মিজারুল কায়েসের বড় ভাই ইমরুল কায়েস পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন।

মিজারুল কায়েসের শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকায় বনানী গোরস্থানে মা-বাবার কবরে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

এ সময় ছোট ভাই আমেরিকা প্রবাসী শাকিল কায়েস ও তিন ভগ্নিপতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে উপসচিব হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

জানাজা শেষে হেলিকপ্টারে মরদেহ আবার ঢাকায় নিয়ে যান তার স্বজনরা।

গত ১১ মার্চ ব্রাজিলের একটি হাসপাতালে মারা যান মিজারুল কায়েস।