শ্রীপুরে কথিত পীরের আস্তানা উচ্ছেদ, গ্রেপ্তার ৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমিতে গড়ে তোলা কথিত পীর জয়গুরু মনির শাহর আস্তানা উচ্ছেদ করেছে বন বিভাগ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 03:55 PM
Updated : 20 March 2017, 03:55 PM

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে ফুলানীরছিট এলাকায় বনের জমি থেকে আস্তানা উচ্ছেদ ও অনুপ্রবেশের অভিযোগে ওই ‘পীরের’ ছয় শিষ্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শিমরাপাড়া বনবিটের কর্মকর্তা আশরাফুল আলম।

এরা হলেন সেকান্দার (৬০), নজরুল ইসলাম (২৮), সাফিজ উদ্দিন (৩৫), মাহফুজ (২৪), রাসেল (২৪) ও ফজলুল হক (৪৫)।

আশরাফুল আলম বলেন, জয়গুরু মনির শাহ নামে এক ব্যক্তি শিমলাপাড়া বনবিট এলাকায় তার এক ভক্তের দেওয়া একখণ্ড জমিতে ২০০৬ সালে হেরাবন নামে আস্তানা গড়ে তোলেন। পরে তিনি বিভিন্ন সময় পাশের শিমলাপাড়া বনবিটের ৩ দশমিক ৭০ একর জমি দখল করেন।

“এ জমির দখল ছেড়ে দিতে নোটিস দেওয়া হলেও তারা দখল ছাড়েননি। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় সোমবার বনবিভাগের শ্রীপুর রেঞ্জের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।”

এ সময় আস্তানার দুইটি টিনশেড আখড়া, দুইটি সেমিপাকা টয়লেট, একটি দোকান উচ্ছেদ এবং ৪০০ আম-কাঁঠালের গাছ অপসারণ করা হয় বলে জানান তিনি।

এ ব্যাপারে বন আইনে মামলার পর গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।