চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীহত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জে একজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 09:42 AM
Updated : 20 March 2017, 09:57 AM

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে সোমবার এ আদেশ দেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আরও তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে।

দণ্ডপ্রাপ্ত রুবেল (২৫) জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের তাজেল আলীর ছেলে।

অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বেগম বলেন, সদর উপজেলার দেবীনগর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ববিতাকে (১৯) বিয়ের সময় রুবেল ৮০ হাজার টাকা যৌতুক নেন।

“আরও ৫০ হাজার টাকা ও একটি বাইসাকেলের জন্য তাকে নির্যাতন করা হচ্ছিল। এসব না পেয়ে ২০১৪ সালের ১ জুলাই রাত ১০টার দিকে ববিতাকে হত্যার পর হাত বেঁধে ঘরের তিরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে।”

ঘটনার পরদিন নিহত ববিতার বাবা শরিফুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ ওই বছরই রুবেল, বাবা তাজেল আলীর (৪৬), মা নাদিরা বেগম (৪০) ও বোন নাসরিন সুলতানার (২৭) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আইনজীবী আঞ্জুমান আরা বলেন, বিচারক জিয়াউর রহমান রুবেলকে মুতৃদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

রায়ে বাদীপক্ষ খুশি হয়েছে বলে তিনি জানান।