গ্রহণযোগ্য নির্বাচন করে আত্মমর্যাদা সমুন্নত রাখতে চাই: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করে আত্মমর্যাদাকে সমুন্নত রাখতে চাই।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 11:53 AM
Updated : 19 March 2017, 11:54 AM

রোববার সুনামগঞ্জ সার্কিট হাউজে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচন উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চাই। যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ স্বাধীন করেছে, সেই দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে; আর বিদেশিরা সেই নির্বাচন নিয়ে নানা রকম মন্তব্য করবে-এটা কি আমাদের কাছে গ্রহণযোগ্য?

“নির্বাচন এখন আমাদের আত্মসম্মান এবং আত্মমর্যাদার প্রতীক।আমরা সুষ্ঠু, গ্রহণযোগগ্য নির্বাচন করে আমাদের আত্মমর্যাদাকে সমুন্নত রাখতে চাই।”

নির্বাচনে যেহেতু সকল দলের অংশগ্রহণ নেই তাই এই নির্বাচনকে সমৃদ্ধ নির্বাচন বলা যাবে না বলেও মন্তব্য করেন এ নির্বাচন কমিশনার।

তিনি উপস্থিত সরকারি কর্মকর্তাদের বলেন, “নির্বাচনী পরীক্ষায় আমরা উর্ত্তীর্ণ হতে চাই। আপনারা উর্ত্তীর্ণ হলেই আমরা উর্ত্তীর্ণ হব।

“আমরা সহায়ক শক্তি হিসেবে কাজ করছি। আপনারাই হলেন মূল চালিকা শক্তি।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আরেক নির্বাচন কমিশনারশাহাদাৎ হোসেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সিলেট) এ কে এজহারুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, বিজিবির-২৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাছির উদ্দিন আহমদ।

গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।