বিমানবন্দরের নিরাপত্তা দ্বিগুণ হয়েছে: মেনন

জঙ্গি হামলার সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 09:41 AM
Updated : 19 March 2017, 09:42 AM

রোববার সুনামগঞ্জের ছাতকে প্রবাসীদের উদ্যেগে প্রতিষ্ঠিত গোবিন্দগঞ্জ হাসপাতালের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

জঙ্গি নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশের সবকটি বিমানবন্দরে আগে থেকেই ‘পর্যাপ্ত নিরাপত্তা’ ছিল, এখন অধিকতর সতর্কতা নেওয়া হয়েছে।

“আগে যেমন বেশি ভিজিটর যেত, এখন একজনের বেশি ভিজিটর যেতে পারবে না, দ্বিগুণ তল্লাশির ব্যবস্থা করা হয়েছে।”

গত শুক্রবার জুমার নামাজের ঠিক আগে আগে ঢাকার আশকোনায় র‌্যাবের একটি ব্যারাকে ‘আত্মঘাতী’ বিস্ফোরণে একজন নিহত হন। ওই ব্যক্তি কোনো জঙ্গি দলের সদস্য বলে পুলিশ ও র‌্যাবের ধারণা।

ওই ঘটনার পরপরই দেশের বিমাবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশনা আসে। পাশাপাশি নৌবন্দর ও কারাগারগুলোতেও সতর্কতা জারি করা হয়।

গোবিন্দগঞ্জ হাসপাতালের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, হাসপাতালের প্রতিষ্ঠাতা আয়ূব করম আলী, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবায় যুক্তরাজ্যে বসবাসরত ২৫ জন প্রবাসীদের উদ্যেগে এ হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।