নোয়াখালীতে কৃষককে গলাটিপে হত্যা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিজ জমি দিয়ে পানি নিতে বাধা দেওয়ায় এক কৃষককে গলাটিপে হত্যা করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 02:25 PM
Updated : 18 March 2017, 02:25 PM

শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ চর কাজি মোখলেস গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চরজব্বার থানার ওসি মিজাম উদ্দিন।

নিহত আবদুল মালেক (৫৫) দক্ষিণ চর কাজি মোখলেস গ্রামের চেরাজল হকের ছেলে।

ওসি মিজাম বলেন, শনিবার দুপুরের ভারি বর্ষণে দক্ষিণ চর কাজি মোখলেস গ্রামের ফসলী জমিতে পানি জমে যায়। বৃষ্টি থামার পর একই এলাকার সাইফুল ইসলাম তার সয়াবিন ক্ষেতের পানি নিষ্কাশনের জন্য আবদুল মালেকের জমির ওপর দিলে নালা করেন।

“এতে মালেক বাধা দিলে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ইসলাম ও তার ছেলেরা মিলে তাকে গলাটিপে ধরলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ লাশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আবদুল মালেকের ছেলে কামাল উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।