দুই কিলোমিটার ক্যানভাসে বঙ্গবন্ধু আঁকল শিশুরা

দুই কিলোমিটার এক ক্যানভাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদযাপিত হয়েছে তার জন্মদিন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 12:42 PM
Updated : 17 March 2017, 12:42 PM

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে দুই শিশুদের এ অঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘ইচ্ছে স্বাধীন চিত্রাঙ্কন’ নামে ওই প্রতিযোগিতায় উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার হাজার ক্ষুদে শিক্ষার্থী এক ক্যানভাসে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ছবি আঁকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস বলেন, বঙ্গবন্ধুর জীবন চিত্র ও স্বাধীনতা যুদ্ধের উপর এ প্রতিযোগিতায় তেঁতুলিয়া চৌরঙ্গী মোড় থেকে থানা মোড় পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে বসে এক ক্যানভাসে শিক্ষার্থীরা ছবি আঁকে। নিজেদের মনের মতো করে বঙ্গবন্ধু ও স্বাধীনতাকে ফুটিয়ে তুলেছে এসব শিশুরা।

বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ও তাদের আগ্রহ সৃষ্টি করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্যোগটি সফল হয়েছে বলেও মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এক ক্যানভাসে বিশাল এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার স্থল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ছিল।

এ সময় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীনসহ মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় এসে উচ্ছ্বসিত দ্বিতীয় শ্রেণির ছাত্রী সামাহ কুলসুম।

সে বলে, “বঙ্গবন্ধুর ছবি এঁকেছি। আমি খুব আনন্দ পেয়েছি।”

অভিভাবক আহম্মদ আলী বলেন, “আমার ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ওর বেশ আগ্রহ। এজন্য ওকে এখানে নিয়ে এসেছি। মনে হয়েছে ও বেশ তৃপ্ত।”

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহাবুবুর রহমান বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস জানাতে এ ধরনের উদ্যোগ নেওয়া ভালো হয়েছে।”

সংশ্লিষ্টরা এমন সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করেন এ মুক্তিযোদ্ধা।