ঘোড়াশালসহ বন্ধ ৬০ রেল স্টেশন চালু

নরসিংদীর ঘোড়াশালসহ বন্ধ হয়ে যাওয়া ৬০টি রেল স্টেশন ফের চালু হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 12:05 PM
Updated : 16 March 2017, 12:16 PM

বৃহস্পতিবার দুপুরে রেল মন্ত্রী মজিবুল হক ঘোড়াশাল স্টেশন থেকে একযোগে স্টেশনগুলো চালু করেন।

সারাদেশে বন্ধ থাকা আরও ৮০টি স্টেশন আগামী ছয় মাসের মধ্যে চালু করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, বিএনপি আমলেই এ রেল স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, রেলের কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পুনারায় এসব স্টেশন চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, কামরুল আশরাফ খান পোটন, রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘোড়াশাল রেল স্টেশনটি ৯০ এর দশকে বন্ধ হয়ে যায় বলে জানান রেল সচিব ফিরোজ সালাহউদ্দিন।