মারধরের অভিযোগে মুন্সীগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি

রোগীর স্বজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কর্মবিরতি পালন করেছেন মুন্সীগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকরা।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 03:04 PM
Updated : 15 March 2017, 03:04 PM

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)  মুন্সীগঞ্জের সভাপতি আক্তার হোসেন বাপ্পী জানান, বুধবার  সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে মানববন্ধন করে এ কর্মবিরতি পালন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সদর থানার ওসি ইউনুছ আলী জানান, সোমবার সকালে রাকিব নামের এক যুবক তার মাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক শেখ মুনির উদ্দীনের কাছে নিয়ে আসেন।

“প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরার্মশ দেন। এতে ক্ষিপ্ত রাকিব ও তার কয়েকজন বন্ধু ওই চিকিৎসককে মারধর করে চলে যায়।”

এ ঘটনায় জড়িত সন্দেহে মিঠু নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও  সাখাওয়াৎ হোসেন বলেন, চিকিৎসক শেখ মুনির উদ্দীনকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার আবারও কর্মবিরতি পালন করা হবে।

তাদের সবাইকে গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে আরও বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

মানববন্ধনে সিভিল সার্জন সিদ্দিকুর রহমান, আরএমও সাখাওয়াৎ হোসেন, বিএমএ নেতা আক্তার হোসেন বাপ্পী, হাসপাতালের চিকিৎসক নিজাম উদ্দীন হেলাল, শৈবাল বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।