দিনাজপুরে কথিত পীর হত্যায় মামলা, আটক ৩

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কথিত পীরসহ দুইজন হত্যার ঘটনায় দুইদির পর মামলা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 11:45 AM
Updated : 15 March 2017, 12:03 PM

বুধবার কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরীর মেয়ে ফাতিয়া ফারহানা বাদী অজ্ঞাত আসামি করে মামলাটি করেন বলে বোচাগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কুড়িগ্রামের উলিপুরের কথিত পীর ইসহাকসহ তিনজনকে আটক করেছে বলে দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান।

আটক অন্য দুজন হলেন ফরহাদ হোসেন চৌধুরীর দরবার শরীফের খাদেম সায়েদুল ইসলাম ও মুরিদ সমর আলী।

পুলিশ সুপার বলেন, নিহতের সব কর্মকাণ্ড মাথায় রেখে তদন্ত চলছে। শিগগিরই হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

ইসহাকের মুরিদ ছিলেন ফরহাদ চৌধুরী। তার পথ অনুসরন করেই নিজ গ্রাম বোচাগঞ্জের দৌলায় দারবার শরীফ গড়ে তুলেন বলে ফরহাদ হোসেনের চাচা আমিনুল ইসলাম চৌধুরী জানান।

সোমবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলাগ্রামে কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী (৭২) ও তার গৃহকর্মী রুপালিকে (২২) গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।