নবাবগঞ্জে ‘বখাটের’ রডের আঘাতে তরুণ নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভাতিজির মোবাইল নম্বর ও ছবি চাওয়ার প্রতিবাদ করায় স্থানীয় ‘বখাটের’ রডের আঘাতে এক তরুণ নিহত হয়েছেন।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 06:40 PM
Updated : 13 March 2017, 06:40 PM

সোমবার রাতে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিম সোনাবাজু বেরিবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল।

নিহত ভক্ত চন্দ্র সরকার (২২) ওই এলাকার বীরেন চন্দ্র সরকারের ছেলে।

নিহতের ফুপাত ভাই সুজন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে স্থানীয় বিজয় সরকারের বাড়িতে অষ্টকালী কীর্ত্তন চলাকালে হাসানসহ কয়েকজন ভক্ত চন্দ্রের ভাগ্নে সাগরের কাছে তার ভাতিজির মোবাইল নম্বর ও ছবি চায়।

“সাগর দিতে অস্বীকৃতি জানালে তাকে থাপ্পড় মারে বখাটে হাসান। ভক্ত চন্দ্র এর প্রতিবাদ করলে হাসানের সঙ্গে তার বাক-বিতণ্ডা হলে স্থানীয়রা তা মিটিয়ে দেন।”

তার কিছুক্ষণ পর পেছন থেকে এসে হাসান হঠাৎ রড দিয়ে ভক্তর মাথায় ও ঘাড়ে আঘাত করে বলে জানান সুজন।

স্থানীয়রা ভক্ত চন্দ্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. দেলোয়ার হোসেন বলেন, ভক্ত চন্দ্রের মাথার পেছনের অংশে ও ঘাড়ে গুরুতর জখমের চিহ্ন ছিল।

নবাবগঞ্জ থানার ওসি কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

লাশ সুরতহাল প্রতিবেদন শেষে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।