নীলফামারীতে স্কুলছাত্রী উত্ত্যক্তে যুবকের সাজা

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় নীলফামারী শহরে এক দোকান কর্মচারীকে দুই মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 12:42 PM
Updated : 13 March 2017, 12:42 PM

সোমবার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমা এ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত রণি ইসলাম (২২) সদরের ফকিরপাড়া গ্রামের প্রয়াত জহুরুল ইসলামের ছেলে ও ভ্রাম্যমাণ একটি দোকানের কর্মচারী।

নীলফামারী সদর থানার এএসআই আবু সুফিয়ান বলেন,সকালে স্কুলে শেষে ওই ছাত্রীক ভ্রাম্যমাণ একটি দোকানে চটপটি খেতে যায়।

“এ সময় দোকানের কর্মচারী রণি ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। মেয়েটি বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে  জানালে রণিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।”