সীমান্তে সুড়ঙ্গের সন্ধান

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে একটি সুড়ঙ্গ পথের সন্ধান পেয়েছে বিজিবি।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 10:28 AM
Updated : 13 March 2017, 10:29 AM

উপজেলার গারো পাহাড়ের দিগলাকোনায় সীমান্তের ১০৮৯ পিলার এলাকায় সুড়ঙ্গ পথটির সন্ধান পাওয়া গেছে বলে বিজিবির ২৭ ব্যাটালিয়নের কর্ণঝোড়া ক্যাম্পের নায়েক সুবেদার নুরল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

কে বা কারা কী উদ্দেশ্যে সুড়ঙ্গ করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান বিজিবির এ নায়েব সুবেদার।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় সীমান্ত এলাকায় টহল দিতে যায় বিজিবির টহল দল। তখন তারা দিঘলাকোনা এলাকায় একটি সুড়ঙ্গ পথ দেখতে পায়।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন বলেন, সুড়ঙ্গ বিষয়ে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কে বা কারা কী কারণে সুড়ঙ্গ করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।