বাগমারায় ৫ ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 09:16 AM
Updated : 11 March 2017, 09:21 AM

বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, শনিবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ২০০৪ সালে জেএমবির শীর্ষ নেতা সিদ্দীকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের হাত ধরে জঙ্গিসংগঠনে যোগ দেন।

“তারা বাগমারা এলাকায় সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা, গুম ও নির্যাতন চালাতে বাংলাভাইকে সহযোগিতা করেন। তাদের বিরুদ্ধে বাগমারা থানা ও রাজশাহীর আদালতে হত্যা, গুম ও নির্যাতনসহ নাশকতার অভিযোগে একাধিক মামলা হয়।”

পরে তারা কেউ কেউ জামিন পান এবং মামলা থেকে কেউ কেউ অব্যাহতিও পান বলে জানান ওসি নাছিম।

তিনি বলেন, “জামিন ও অব্যাহতি পাওয়ার পর আবার তারা এলাকায় ফিরে আসেন। সম্প্রতি তারা আবারও নাশকতার পরিকল্পনা নিয়ে জেএমবির সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন।”

গ্রেপ্তার পাঁচজন হলেন - উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩), গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের শুকুর আলীর ছেলে আবুল হোসেন (৫৫), ছমির উদ্দীনের ছেলে আব্দুস সাত্তার (২৮), জাবের আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) ও উদপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৪৮)।