ক্ষয়ে যায় কালের চিহ্ন

পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বাজপেয়ী জমিদারবাড়ি। কচা নদীর তীরে পাড়েরহাট বন্দরে গড়ে ওঠা সেই জমিদারবাড়ি, তার শাসনাচার চলে যাচ্ছে বিস্মৃতির অতল গহ্বরে। ১৭৫৭ সালের পর ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠে এই বাজপেয়ী জমিদারি শাসন; আর ১৯৪৭ সালে তারা চলে যায় দেশ ছেড়ে।

মো. হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 04:55 AM
Updated : 11 March 2017, 04:56 AM