মানিকগঞ্জে ২ শিশুর লাশ, হত্যার অভিযোগ

মানিকগঞ্জের ঘিওর ও শিবালয় উপজেলা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে; যাদের হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 10:47 AM
Updated : 10 March 2017, 10:47 AM

শুক্রবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো - ঘিওর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে দুরন্ত ইসলাম (৭) ও শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের মো. বাসু শেখের ছেলে সাব্বির হোসেন (৮)।

ঘিওর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় দুরন্ত। এর পর থেকে শিশুটি নিখোঁজ ছিল।

“শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পায় বাড়ির লোকজন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত দুরন্তর নানা ইউনুস মিয়া জানান, জমির বিরোধ ছিল পাশের বাড়ির ইউছসুফ আলীর সঙ্গে শহীদুলের। এ নিয়ে আদালতে মামলাও চলছে।

এই বিরোধের জেরে দুরন্তকে হত্যা করা হয়েছে বলে নানার অভিযোগ।

এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি মিজানুর বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এ দিকে শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম জানান, শিশু সাব্বির স্থানীয় নিহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার বিকেলে সে নিখোঁজ হয়।

“শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির অদূরে আরিচা এলাকায় যমুনা নদীর তীরে শরীরের অর্ধেক বালু চাপা অবস্থায় স্থানীয়রা শিশুটির লাশ দেখতে পায়।”

সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি মনিরুল বলেন, “শিশুটিকে হত্যার পর লাশ বালুচাপা দেওয়ার চেষ্টা করা হয়। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত চলছে।”

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।