পটুয়াখালীতে ক্রেন দুর্ঘটনায় শ্রমিক নিহত

পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর সেতু নির্মাণের কাজে থাকা ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়ছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2017, 05:55 AM
Updated : 6 March 2017, 05:56 AM

দুমকি থানার ওসি দিবাকর চন্দ্র দাস জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল খান (২২) মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ তেওটা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

ওসি দিবাকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা সেতুর পাইলিংয়ের কাজ করছিলেন। হঠাৎ ক্রেনটি বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় আহত সোহেলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

“ক্রেনের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

দুর্ঘটনায় আহত আরও ১৫ শ্রমিককে বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

নির্মাণকাজের দায়িত্বে থাকা প্রকল্প কর্মকর্তা আহম্মদ শরিফ সজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

“বৃষ্টির পানি ও নদীর তীরে ক্রেন স্থাপন করায় দুর্ঘটনাটি ঘটে থাকবে। তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে কেন দুর্ঘটনাটি ঘটেছে।”