গৃহবধূকে অ্যাসিড ছোড়ার অভিযোগ সৎভাইয়ের বিরুদ্ধে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির বিরোধে এক গৃহবধূকে অ্যাসিড ছোড়ার অভিযোগ পাওয়া গেছে সৎভাই ও ভাতিজার বিরুদ্ধে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2017, 01:09 PM
Updated : 4 March 2017, 01:09 PM

শনিবার ভোরে উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা তালুকদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম সরকার জানান।

গৃহবধূ মালেকা বানু তালুকদারপাড়া গ্রামের হায়দার আলীর স্ত্রী। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চেয়ারম্যান আব্দুল আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমির বিরোধকে কেন্দ্র করে শনিবার ভোরে মালেকা বানুর ঘরে ঢুকে তার সৎভাই হায়দার আলী, তার দুই ছেলে দুলাল হোসেন ও মিঠুসহ কয়েকজন। পরে মালেকার শরীরে অ্যাসিড ঢেলে দিয়ে তারা পালিয়ে যায়।”

স্থানীয়রা মালেকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন বলে জানান তিনি।

নাগেশ্বরী থানার ওসি আফজালুল হোসেন জানান, গৃহবধূকে অ্যাসিড ছোড়ার ঘটনাটির প্রাথমিক তদন্ত শেষে হয়েছে। পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় গাজীউর রহমান নামে এক সন্দেভাজনকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।