ফেনীতে দাখিল পরীক্ষার্থীর চোখে ‘দাহ্য পদার্থ’ নিক্ষেপ

ফেনীতে এক দাখিল পরীক্ষার্থীর চোখে ‘চুন জাতীয় দাহ্য পদার্থ’ ছুড়ে মেরেছে বখাটেরা।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2017, 02:42 PM
Updated : 13 April 2019, 11:26 AM

বুধবার দুপুরে সোনাগাজী উপজেলার কাশ্মীর বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান।

আহত নুসরাত জাহান রাফিকে (১৬) চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

রাফি সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের মুছা মানিকের মেয়ে। সোনাগাজীর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

ওই ছাত্রীর ভাই মাহমুদ হাসান বলেন, বুধবার দুপুরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন রাফি। কাশ্মীরবাজার এলাকায় একদল বখাটে তার বোনের চোখে ‘দাহ্য পদার্থ’ ছুড়ে মারে।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।”

ফেনী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শহিদ উল্যাহ বলেন, মেয়েটির চোখে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিকালে তাকে চট্টগ্রামে পাহাড়তলী চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওসি হুমায়ুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

এ ব্যাপারে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, আহত ছাত্রীর সঙ্গে কথা হয়েছে। বখাটেদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।