কিশোরগঞ্জে কৃষক আজিজ হত্যায় একজনের ফাঁসির দণ্ড

কিশোরগঞ্জে কৃষক আব্দুল আজিজ হত্যায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 12:02 PM
Updated : 19 Feb 2017, 12:03 PM

রোববার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের চাঁনফর ভুইয়া (৫৯)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একই গ্রামের শাহীন মিয়া (৩৪)।

একইসঙ্গে চাঁনফর ভুইয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শাহীন মিয়াকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাভোগ করতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষে আইনজীবী এপিপি আমিনুল হক চুন্নু।

এপিপি আমিনুল বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জন আসামিকে খালাস ও অপ্রাপ্ত বয়স্ক বিবেচনায় তিন শিশুকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বিচার কার্যক্রম চলাকালে দুই আসামি মৃত্যু হওয়ায় তাদেরকেও অব্যাহতি দেওয়া হয়।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল মামলার বাদী জাহাঙ্গীর আলম বকুলের ছেলে ডেনি ও আসামি শামসুদ্দিন ভুইয়ার ছেলে সুমনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর জেরে ওইদিনই আরেক আসামি সোহাগ বাদীর বাড়িতে হামলা চালিয়ে তার বৃদ্ধা মা রাশেদা বানুকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরদিন ১৯ এপ্রিল দামপাড়া বাজার থেকে বাড়িতে ফেরার সময় আসামিরা বাদীর চাচা আব্দুল আজিজ জুলুকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় তার ভাতিজা জাহাঙ্গীর আলম বকুল বাদী হয়ে নিকলী থানায় একটি হত্যা মামলা করেন।

২০১০ সালের ৩০ মে ১৬ জনকে আসামি করে মামলার অভিযোগ গঠন করা হয়।