রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন মামলার এক আসামি ‍নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 03:35 AM
Updated : 19 Feb 2017, 03:36 AM

রাজশাহী র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, রোববার ভোর পৌনে ৩টার দিকে নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত কাউসার হোসেন (৪৫) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিয়ারাপুর এলাকার ইয়াছিন আলীর ছেলে।

মেজর আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকায় র‌্যাব সদস‌্যরা টহল দেওয়ার সময় একটি আমবাগান থেকে সন্ত্রাসীরা গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।”

পরে ঘটনাস্থলে কাউসারকে ‘গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে’ র‌্যাব সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশরাফুল জানান, কাউসারের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল, একটি হাসুয়া ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।