বরগুনায় বাস ধর্মঘট দ্বিতীয় দিনে

অবৈধ যানবাহন বন্ধ করাসহ আটক বাসমালিক ও শ্রমিকদের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো বরগুনা-বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক সড়কে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 07:01 AM
Updated : 17 Feb 2017, 07:33 AM

বৃহস্পতিবার সকালে এই ধর্মঘট শুরু হয়।

বরগুনা জেলা বাসমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, মহাসড়কে অবৈধ মাহেন্দ্র, ইজিবাইক ও মোটরসাইকেলের সংখ্যা অনেক বেশি।

“এদের কারণে সড়কে গাড়ি চালাতে অনেক সমস্যা হয়। এরা সড়কে এলোমেলো চলাচল করে, বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে রাখে। প্রতিবাদ করলে বাসশ্রমিকদের মারধরসহ গাড়ি ভাংচুর করে।”

প্রশাসন নিরাপত্তার নিশ্চয়তা দিলে তারা বাস চালাবেন বলে জানান।

জেলার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, প্রশাসন সমস্যার সমাধান না করলে ধর্মঘট অব্যাহত থাকবে।

গত সোমবার সকাল ১০টায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের আমতলী চৌরাস্তায় মাহেন্দ্রশ্রমিক ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়।

সে সময় জেলার বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক সগির হোসেন বলেছিলেন, এ ঘটনায় পুলিশ ১৭ জন মালিক-শ্রমিককে গ্রেপ্তার করেছে।

তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন মালিক-শ্রমিক নেতারা।