কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার শহরে ‘গোলাগুলির খবর পেয়ে’ পুলিশ গিয়ে বন্দুক ও ইয়াবাসহ এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 05:28 AM
Updated : 17 Feb 2017, 05:28 AM

সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার ভোরে শহরের উত্তরণ আবাসিক এলাকার পেছনের পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোস্তাক আহমদ ওরফে হাজী মুফিজ (৩২) কক্সবাজার সদর উপজেলার কলাতলীর বড়ছড়া এলাকার ফজল করিমের ছেলে।

পরিদর্শক বখতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়দের কাছে গোলাগুলির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেখানে গুলিবিদ্ধ মোস্তাককে পড়ে থাকতে দেখা যায়। এ সময় সেখানে পাওয়া গেছে একটি দেশি বন্দুক, তিন রাউন্ড গুলি ও ২৮০০ ইয়াবা।

“ধারণা করা হচ্ছে, লেনদেন নিয়ে বিরোধের জেরে ইয়াবা বিক্রেতাদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে।”

ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোস্তাকের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।