দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: সিইসি

আগামী পাঁচ বছর সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের নেতৃত্ব দেওয়ার দায়িত্বকে ‘চ্যালেঞ্জিং’ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 08:00 AM
Updated : 16 Feb 2017, 08:17 AM

চার নির্বাচন কমিশনারকে সঙ্গী করে বৃহস্পতিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, “আমরা এখনও চেয়ারে বসিনি। তাই বিস্তারিত কিছু বলার সময় এখনও আসেনি। তবে এতটুকু বলব, আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, যাতে আমরা সার্থক হতে পারি।”

সার্চ কমিটির দেওয়া ১০টি নামের সুপারিশ থেকে গত ৬ ফেব্রুয়ারি পাঁচজনকে নতুন ইসির জন‌্য নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ ওই রাতেই প্রজ্ঞাপন জারি করে।

কে এম নূরুল হুদার নেতৃত্বে ইসিতে কমিশনার হিসেবে রয়েছেন সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন।

নতুন কমিশনের প্রতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের জোট শরিকরা ‘আস্থা’ রাখলেও বিএনপি ও সমমনা দলগুলো ‘হতাশা’ প্রকাশ করেছে। সিইসি নূরুল হুদাকে জনতার মঞ্চের লোক আখ্যায়িত করে বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতিও দিচ্ছেন দশম জাতীয় সংসদ বর্জন করা বিএনপির নেতারা।

দলটির নেতাদের এসব প্রতিক্রিয়ার জবাবে নূরুল হুদা বলেন, “তারা কেন কিভাবে এসব মন্তব্য করেন, সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য, কোনোটাই আমার নেই।”

জাতীয় স্মৃতিসৌধে নির্বাচন কমিশনের নতুন সদস্যদের স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজিবুর রহমান।

পরে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে সিইসি নূরুল হুদার নেতৃত্বে অপর চার কমিশনার ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তারা সেখানে এক মিনিট নীরবতা পালন করেন।

শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শক বইতে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার।