বরিশাল-কুয়াকাটা রুটে বাস ধর্মঘটের ডাক

থ্রি হুইলার চলাচল বন্ধ ও শ্রমিক সংঘর্ষের ঘটনায় আটকদের মুক্তিসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বরিশাল, পটুয়াখালি ও বরগুনা বাস মালিক সমিতি।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 03:54 PM
Updated : 15 Feb 2017, 03:55 PM

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু এ ঘোষণা দেন।

তিনি বলেন, “গত ১৩ ফেব্রুয়ারি আমতলীতে সংঘর্ষের ঘটনায় বাস মালিক-শ্রমিকসহ ১৭ জনকে আটক ও কয়েকটি মামলা হয়েছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মাহেন্দ্র, ইজি বাইকসহ ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করছে। এসবের কারণে দুর্ঘটনা বেড়ে চলেছে আর আমাদের চালকরা মামলার সম্মুখীন হচ্ছেন।”

থ্রি হুইলার চলাচল বন্ধ, আটকদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা না করা পর্যন্ত ওই মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকবে বলে বাস মালিক সমিতির নেতা গোলাম মোস্তফা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগীর হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দীন সাবুসহ মালিক সমিতির নেতারা।