হাবিপ্রবির স্থগিত ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ শুরু

দীর্ঘ দিন স্থগিত থাকার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে। চলবে ২২ মার্চ পর্যন্ত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 02:09 PM
Updated : 13 Feb 2017, 02:09 PM

সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি শেষ হলেও উপাচার্যের পদ শুণ্য থাকায় হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা হয়নি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য মু. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে পরীক্ষা গ্রহণের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।

এ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৪৯ শিক্ষার্থী প্রতিযোগিতা করবে বলে জানান তিনি।

গত বছরের ২৬ সেপ্টেম্বর উপাচার্য মো. রুহুল আমিনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে পদটি শুণ্য ছিল। পরে গত ২ ফেব্রুয়ারি মু. আবুল কাসেমকে নিয়োগ দেওয়া হয়।