পদ্মায় ২ বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

ঢাকার দোহারে বেড়াতে এসে পদ্মা নদীতে নেমে দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। আরেকজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধিদোহার-নবাবগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 03:32 PM
Updated : 10 Feb 2017, 05:25 PM

শুক্রবার সন্ধ্যার আগে ফরিদপুরের চরভদ্রাসন এলাকায় এ ঘটনা ঘটে বলে দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. জাবেদ।

নিখোঁজ ছাত্ররা হলেন মো. মিজানুর রহমান মিন্টু (২৪) ও শাওন সরকার (২৩)।  মিজানের বাড়ি কুষ্টিয়া ও  শাওনের সাভারে।

মিজানুর রহমান মিন্টু

এসআই জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ওই দুই ছাত্রসহ ৩৪জন দোহারের মৈনটঘাটে বেড়াতে এসে ট্রলারযোগে ফরিদপুরের চর ভদ্রসনের পদ্মার মাঝের চরে গিয়ে ফুটবল খেলছিলেন।

“এক পর্যায়ে ফুটবলটি পদ্মায় পড়লে চারজন বল আনতে পানিতে নেমে নিখোঁজ হন। এ সময় দুজন তীরে উঠে আসলেও ওইদুজন নিখোঁজ হন।”

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল, নৌপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালায় বলে জানান এসআই জাবেদ।

রাত সোয়া ১১টার দিকে চর ভদ্রাসন থানার এসআই স্বপন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোয়ারের কারণে রাত ১১টার দিকে উদ্ধার অভিযান বন্ধ ঘোষনা করা হয়েছে। শনিবার সকালে তা আবার শুরু হবে।